নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০২ পিএম
বাপা’র সহসভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম বলেছেন, বিগত দশকে পরিবেশ রক্ষায় জ্বালানির ক্ষেত্রে অনেক সাফল্য আসলেও তার বিপরীতে দেখা দিয়েছে নানান সংকট। সেই সংকটগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসময় কয়লাভিত্তিক প্রকল্প বাতিল করে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে স্বাগত জানান তিনি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।
বাপা’র সহসভাপতি বলেন, সরকারি প্রকল্পের ক্ষেত্রে মাঝে মাঝে বাইরের পরামর্শ নেওয়া উন্নয়নকর। এতে সরকার উপকৃত হয় ও পরিবেশেরও কোনো ক্ষতি হয় না।
জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
সংবাদ সম্মেলনের সদস্যসচিব ও বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, আমরা এখন বিপর্যস্থ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আমাদের উচিত বিকল্প জ্বালানির দিকে অগ্রসর হওয়া।
জ্বালানি খাতকে প্রাধান্য দিয়েই (১১-১২ ফেব্রুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ভুল ও সঠিক নীতিমালা নিয়ে আলোচনা হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটের জন্যে কোন পদক্ষেপ জরুরি সে বিষয়গুলো নিয়ে সম্মেলনে বিস্তর আলোচনা হবে বলে জানান শরীফ জামিল।
এসময় উপস্থিত ছিলেন— বেন অস্ট্রেলিয়ার সমন্বয়ক কামরুল আহসান খান, বাপা’র কেন্দ্রীয় সদস্য রহিন হোসেন প্রিন্সসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এএম/এএস