images

অটোমোবাইল

মার্সিডিজ-বেঞ্জের বিলাসবহুল বাস বাংলাদেশে বিলাসবহুল বাস বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ দেশের বাজারে ও.এফ. ১৬২৩ মডেলের বাসের চ্যাসিস বিক্রির জন্য এনেছে র‌্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড। 

১৬ সেপ্টেম্বর রাজধানী তেজগাঁওয়ে উন্মোচিত হলো মার্সিডিজ-বেঞ্জের এই বিলাসবহুল বাসের চেসিস। দেশের বাজারে দুই ধরনের চেসিস পাওয়া যাবে। 

মার্সিডিজ-বেঞ্জের বাসের এই চেসিসটিতে রয়েছে প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্য ইঞ্জিন ও.এম. ৯০৬। এতে রয়েছে ছয় সিলিন্ডারের ৬৩৯৩ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৮১০ নিউটন মিটার টর্ক এবং ২৩০ হর্স পাওয়ার মিলবে। এতে থাকছে প্যারাবোলিক ও এয়ার সাসপেনশনের সুবিধাও।