জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মে ২০২৩, ১২:০৮ পিএম
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা পাইলট তৈরির যে উদ্যোগ নিয়েছে এর প্রশংসা করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি এই উদ্যোগকে দেশের এভিয়েশন সেক্টরের জন্য মাইলফলক বলে উল্লেখ করেন।
রোববার (২৮ মে) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁও প্যান-প্যাসিফিকে উচ্চতর প্রশিক্ষণের জন্য আমেরিকায় যাওয়ার অপেক্ষায় থাকা ১১ জন পাইলটকে নিয়ে ইউএস-বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন সেক্টরের উন্নতির জন্য সরকারের পাশাপাশি আমাদের বেসরকারিভাবেও এগিয়ে আসতে হবে। উচ্চতর প্রশিক্ষণের জন্য পাইলটদের আমেরিকায় পাঠানোর মতো ইউএস-বাংলার এমন উদ্যোগ নিঃসন্দেহে এভিয়েশন সেক্টরের জন্য একটি মাইলফলক৷
এমন পদক্ষেপের জন্য ইউএস-বাংলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
মাহবুব আলী বলেন, আমাদের মেধাবী পাইলটরা বিদেশে প্রশিক্ষণ নিয়ে দেশের সুনাম বয়ে আনবে।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারমিডিয়েট পড়ার সময় পাইলট নিয়ে সংবাদপত্রে নিয়মিত ফিচার পড়তাম। একজন পাইলট আকাশে কীভাবে ওড়ে সেই বর্ণনা আমি অনেক আগ্রহ নিয়ে পত্রিকার পাতায় পড়তাম।
এ সময় প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনা কম হওয়ার দিক থেকে আকাশপথ সবচেয়ে নিরাপদ।
উপস্থিত প্রশিক্ষণার্থী পাইলটদের উদ্দেশে মাহবুব আলী বলেন, আপনারা যারা পাইলট হবেন তারা চাকরি জীবন থেকে শুরু করে অবসরে যাওয়ার পরও এই পেশার মর্যাদা ধরে রাখবেন। আপনাদের কোনো কার্যকলাপে যেন এই পেশা প্রশ্নবিদ্ধ না হয়। আমরা ইদানীং দেখছি নানা আলোচনা- সমালোচনা আসছে। আপনাদের চলাফেরা, দায়িত্ব পালন কোনোভাবে যেন সমালোচনা না হয়।
ইউএস-বাংলার সিইও লে. ক. (অব.) মইনুল ইসলাম, বেবিচকের প্লানিং অ্যান্ড অপারেশন বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নভোএয়ারের এমডি মফিজুর রহমান ও ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম প্রমুখ।
ইউএস-বাংলার পাইলট তৈরির উদ্যোগ হিসেবে গত ২ মে ১০ জন ট্রেইনি পাইলটকে আমেরিকার ফ্লোরিডায় পাঠানো হয়েছে। আগামী ৩০ মে আরও ১১ জনকে পাঠানো হবে। আমেরিকায় যাওয়ার জন্য অপেক্ষমাণ ট্রেইনি পাইলটদের নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১১ জন ট্রেইনি পাইলট ছাড়াও তাদের অভিভাবক ও স্বজনরা উপস্থিত ছিলেন।
এমআইকে/জেবি