জেলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৮ পিএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়ায়।
এদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আবৃত ছিল জেলার বিভিন্ন জনপদ। হিমেল হাওয়া আর কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে শীতার্ত মানুষ। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলছে ভারী যানবাহন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, এই অঞ্চলে রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েক দিন এমন তাপমাত্রা বিরাজ করতে পারে।
এইউ