তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম
ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টায় থাকে হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য একটাই, এই মেসেজিং অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা। এবার অডিও পাঠানোর ক্ষেত্রে বড়সড় ফিচার আনতে চলেছে এই অ্যাপ।
এবার অডিও-তেও আসছে ‘ভিউ ওয়ান্স’ ফিচার। অর্থাৎ এবার থেকে কাউকে অডিও পাঠালে বা কেউ আপনাকে অডিও মেসেজ পাঠালে চাইলে এমনভাবেই পাঠাতে পারবেন, যাতে মাত্র একবারই তা শোনা যাবে। তবে এই ফিচারটি নিয়ে আপাতত বিটা ভার্সনের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেই ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এই পদ্ধতিতে ছবি বা ভিডিও পাঠালে প্রাপক তা মাত্র একবারই দেখতে পারেন।
মনে করা হয়, গোপনীয়তা বজায়ের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত উপকারী বলেই মনে করে সংস্থা। ব্যবহারকারীদের কাছেও ভীষণই পছন্দের এই ফিচার।
এজেড