images

শিক্ষা

নোবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

images

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসটিই ক্লাবের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর চতুর্থ তলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৬, ১৭ এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। 

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবটি। এ সময় প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবী। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।