images

শিক্ষা

মেডিকেল কলেজ শাখার সক্রিয়তা বাড়াতে চায় ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার চায়

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৭ এএম

images

বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত মেডিকেল কলেজ শাখাগুলোর সক্রিয়তা বাড়াতে চায় কেন্দ্র। সে লক্ষ্যে মেডিকেল কলেজ শাখার নেতাদের সঙ্গে বসবেন কেন্দ্রের নেতারা।

আগামীকাল বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ লক্ষ্যে একটি জরুরি সভা ডাকা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার বিকেল তিনটায় মেডিকেল কলেজসমূহের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কদের এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

জরুরি সভাটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

কারই/জেবি