images

শিক্ষা

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জহির উদ্দিন বাবর

১৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

images

১৭৬ দিনেও ডিগ্রি পরিবর্তন জনিত সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় বিভাগের প্রধান ফটকে এবং প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা ডিগ্রি সমস্যার সমাধান চেয়ে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন।