images

শিক্ষা

চ্যালেঞ্জে পাস করা ১১৩৯ পরীক্ষার্থীর ফেলের দায় কার?

ফাহমিদা

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

images

গত নভেম্বরে প্রকাশিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। সেখানে অকৃতকার্য হন অনেকে। ১১ শিক্ষাবোর্ডে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের কেউ কেউ ফল চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষার আবেদন করলে তাদের মধ্যে ১১৩৯ জন পাস করেন। ফেল করা একজন পরীক্ষার্থী জিপিএ ফাইভও পেয়েছেন। শুধু উত্তীর্ণের ঘটনাই নয়, প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা ৭ হাজার ২০৯ পরীক্ষার্থীর ফলে পরিবর্তনও এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-ফাইভ পেয়েছেন ৬১৫ জন। বাকি পরীক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

চ্যালেঞ্জ করে দেরিতে হলেও পাসের ফল পেয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ও তাদের পরিবারে স্বস্তি ফিরলেও, তাদের ফেল দেখানোর পেছনে দায়ী কারা সেই প্রশ্ন জোরাল হয়ে উঠছে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এইচএসসি ও সমমানের এসব পরীক্ষার্থী প্রথমে প্রত্যাশিত ফলাফল না পেয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি সামাজিকভাবে এসব শিক্ষার্থীর পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হয়। তাই যাদের ভুলে এমনটা ঘটছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি বোর্ড কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া। অন্যথায় এমনটা ঘটতেই থাকবে।