images

শিক্ষা

ফেসবুকে ঘুরছে ‘পিএসসি-জেএসসি পরীক্ষায়’ ফেরার খবর, কী বলছে মন্ত্রণালয়?

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

নতুন শিক্ষা কারিকুলামে বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ফেসবুকে তথ্য ছড়িয়েছে কে বা কারা। মুহূর্তে তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি পুরোপুরি গুজব দাবি করে মন্ত্রণালয় এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এই অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

জানা গেছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন তিনি। এরপর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব জড়িয়ে পড়ে।

অনেকেই এই তথ্য নিজের ওয়াল কিংবা গ্রুপগুলোতে শেয়ার দিচ্ছেন। এতে বলা হচ্ছে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

waduyo

এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একই সঙ্গে এই ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিইউ/এইউ