বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ পিএম
টলিউডের অপরিহার্য অভিনেত্রী হিসেবে জয়া আহসান নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সেখানকার পরিচালকদের আস্থায় পরিণত হয়েছেন তিনি। সেই আস্থার প্রতিদানও দিয়ে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ভেসে এলো।
মানিক বন্দোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করবেন সুমন মুখোপাধ্যায়। উপন্যাসের কুসুম চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ জয়া আহসান। গুরুত্বপূর্ণ চরিত্র শশীর চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। কুমুদের চরিত্রে হাজির হবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
২০০৮ সাল থেকে ‘পুতুলনাচের ইতিকথা’ নির্মাণের পরিকল্পনা করছিলেন সুমন। উপন্যাসের স্বত্ব ও বাজেটের কারণে মাঝখান থেকে এতটা সময় পেরিয়ে গেছে। পরিচালকের বাবা অরুণ মুখোপাধ্যায় এই উপন্যাসটি মঞ্চস্থ করেছিলেন। সেই নাট্যরূপই সুমনের অনুপ্রেরণা।
তবে মূল উপন্যাসের সময়কালকে ছবিতে পরিবর্তন করে চিত্রনাট্য লেখা হয়েছে। তিনের দশকের শেষ দিক থেকে চারের দশকের শুরু—এই সময়কালকে ফ্রেমবন্দি করবেন পরিচালক, যদিও উপন্যাসের সময়কাল ছিল আরেকটু পেছনে।
ছবি প্রসঙ্গে সুমন জিনিউজকে বলেন, “গত শতাব্দীর বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ নানা কারণে জীবের সঙ্গে অনেক বোঝাপড়া করেছে। যা তাদের বলার ছিল তারা সেটা বলেনি। যার ফলস্বরূপ আমরা এখন এই ভয়ঙ্কর ধর্মীয় উন্মাদনা, স্বৈরতন্ত্রের উত্থান দেখছি। উপন্যাসে শশীর চরিত্রটা ইন্টেলেকচুয়াল ফেলিয়রের একটা প্রতীক। যে সিদ্ধান্ত তার নেওয়ার ছিল, তা নিতে ব্যর্থ হয় সে।”
আপাতত ছবির ঘোষণা আসলেও, কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এই ছবির মধ্য দিয়ে তিনি পাঁচ বছর পর বাংলা সিনেমা পরিচালনা করবেন। মাঝে হিন্দি ছবি ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।
আরএসও