images

বিনোদন

যেভাবে সৃষ্টি হয়েছিল ‘কারার ওই লৌহ কপাট’

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

images

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির মতো শক্তিশালী গান বাংলা ভাষায় বোধহয় আর নেই। আজ থেকে এক শতাব্দি আগে নজরুল বেঁধেছিলেন গানটি। অনেকের হয়তো অজানা এ গানের নেপথ্য গল্প। ঢাকা মেইলকে সে গল্প শুনিয়েছেন কবির নাতনি ও নজরুল সংগীতশিল্পী খিলখিল কাজী।

খিলখিল কাজী বলেন, ‘‘বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে সঙ্গে দাদুর (কাজী নজরুল ইসলাম) খুব ভালো সম্পর্ক ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ও দাদু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিলেন। এই বিরোধিতা স্তিমিত করতেই ব্রিটিশরা চিত্তরঞ্জন দাসকে জেলে পুরে দেয়। তখন দাদুকে একটি গান করতে বলা হলে দাদু ‘ভাঙার গান’ নামে একটি বই লেখেন। সেখানে সব গানগুলোই ব্রিটিশ বিরোধী। ‘কারার ওই লৌহ কপাট’ প্রথম পৃষ্ঠায় ছিল এবং ব্রিটিশদের চোখে যখন এটা পড়ল তখনই ‘ভাঙার গান বাজেয়াপ্ত করা হলো। এই গানটি শুনে তখন দলে দলে যুবসমাজ স্বাধীনতার আন্দোলনে যোগ দিয়েছিল। পরে আমাদের ৭১ মুক্তিযুদ্ধে ভীষণ ভূমিকা রাখে।’’

গানটির সুর বিকৃতির অভিযোগ উঠেছে উপমহাদেশের জনপ্রিয় সুরকার সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। ‘কারার ওই লৌহ কপাট’ ব্যবহার করা হয়েছে ‘পিপ্পা’ নামের একটি সিনেমায়। এ গানের সুরেই কারসাজি করেছেন রহমান। কিন্তু তাতে ভালো কিছু হয়নি, উল্টো সুর হয়েছে বিকৃত।