বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
প্রিয় তারকাকে কাছে থেকে দেখার আনন্দটাই অন্যরকম। আর সময় কাটানোর সুযোগ তো সোনার হরিণ পাওয়ার মতোই আনন্দের। এই সুযোগটি পেয়েছিলেন শাহরুখ খানের তিন বাংলাদেশি ভক্ত। কিং খানের জন্মদিনে উপস্থিত ছিলেন তারা।
নোয়াখালীর রোমান খন্দকার ও মিরপুরের ফারজানা হক-একেএম সোলায়মান দম্পতি পেয়েছিলেন শাহ্রুখের জন্মদিনে অংশ নেওয়ার সুযোগটি। তারা তিনজনই ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপের সদস্য। এর এডমিন ফাহিম আজিজের মাধ্যমে মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ভা রঙ মন্দির স্টুডিওতে অনুষ্ঠিত ‘এসআরকে ডে’-এর ইভেন্ট পাস পান তারা।
এ প্রসঙ্গে রোমান সংবাদমাধ্যমকে বলেন, ‘খুবই সুন্দর সময় কেটেছে। আমরা মোট ৪ ঘণ্টা ১০ মিনিট সময় কাটিয়েছি শাহরুখ খানের সঙ্গে। আমার কথা বলার সুযোগ হয়নি। তবে এটার আমার জীবনে শ্রেষ্ঠ সময়।’
ফারজানা হক বলেন, ‘আমরা যখন ছবি তুলতে গেলাম তখন তাকে জানালাম যে, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা শুনে তিনি বলেন, লেটস টেইক অ্যা গুড পিকচার এবং এরপর তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং ফেরার সময়ে এটাও বললেন, মে গড ব্লেস ইউ বেটা, ট্রাভেল ব্যাক সেইফলি।’
গেল ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। দিনটি তার ভক্তদের কাছে এসআরকে ডে বলে পরিচিত। এদিনই বাংলাদেশের তিন অনুরাগীর সুযোগ হয়েছিল কিং খানের সঙ্গে দেখা করার।