১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আউটডোর সার্জারি বিভাগের ২ নম্বর কক্ষের সামনে হঠাৎ শোরগোল। চিৎকার আর ‘ধর’ ‘ধর’ শব্দে অনেকেই এগিয়ে গেলেন। জড়ো হয়েছেন কয়েকজন আনসার সদস্যও। রোগীদের এমন আচরণের কারণ— ডাক্তারের কক্ষে একের পর এক ওষুধ কোম্পানির প্রতিনিধি বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রবেশ। দাঁড়িয়ে থাকা রোগীরা ত্যক্ত-বিরক্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভয় দেখাতেই এমন আওয়াজ তুলেছেন। এতে অবশ্য কাজও হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের রুমে থাকা ওষুধ কোম্পানির প্রতিনিধিকে বের হতে দেখা গেল। অপেক্ষমাণ প্রতিনিধিরাও কেটে পড়েন। ফের শুরু হয় রোগী দেখা।