নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম
অসংক্রামক ব্যাধি ক্রমেই অধিক প্রাণঘাতীতে পরিণত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে মোট মৃত্যুর শতকরা ৬৭ ভাগই হয় অসংক্রামক রোগের কারণে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে অসংক্রামক ব্যাধি অধিক আকারে ছড়িয়ে পড়েছে। দেশে ৬৭ ভাগ লোক অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। দেশে বর্তমানে প্রায় ২৫ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ১ লাখ লোক মৃত্যুবরণ করে। করোনায় দিনে কত মারা যাচ্ছেন তা সবাই দেখলেও ক্যান্সারে কত লোক মারা যায় তা কেউ লক্ষ্য রাখে না।
অসংক্রামক ব্যাধিকে অধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অনেক সংক্রমণ ব্যাধি বাংলাদেশসহ সারাবিশ্বে আক্রমণ করেছে। এক সময় কলেরা, ডায়রিয়া হয়ে গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে যেতো। দেশে এখন কলেরা, ডায়রিয়া নিয়ন্ত্রণে। পুরোপুরি না গেলেও এখন তা আর মহামারি হিসেবে নেই। করোনা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। একসময় তাও থাকবে না। তবে অসংক্রামক ব্যাধিগুলো আগেও ছিল, এখনও আছে। তাই এসব রোগের বিষয়ে আরও সতর্ক হতে হবে।
সরকার ক্যান্সার চিকিৎসায় আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। সকলেই যেন সেবা পায় আমরা সেই প্রচেষ্টা করছি। ক্যান্সার চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে আমরা আটটি বিভাগে হাসাপাতাল তৈরির কাজ শুরু করেছি। এতে ক্যান্সার চিকিৎসায় নতুন ১৪০০ বেড যুক্ত হবে। ফলে ঢাকায় না এসেও মানুষ আধুনিক চিকিৎসা নিতে পারবে।
প্রতিষ্ঠানটির পরিচালকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবি এম খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর প্রমুখ।
এমএইচ/এএস