অভিবাসন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১০:৩৭ এএম
অনেক তরুণেরই স্বপ্ন থাকে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার। কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলায় না। তাই অনেকেই স্বল্প খরচ কিংবা বিনাখরচের দেশ ও বিশ্ববিদ্যালয়গুলোর খোঁজ করেন। পৃথিবীতে এমন কিছু দেশ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে বিনাখরচে পড়তে যাওয়া যায়। জানুন খরচ ছাড়াই কোন দেশে পড়তে যেতে পারেন।
বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারটায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খরচ। এই কারণে নানা দেশের সরকার কিছু কিছু নিয়ম তৈরি করেছে, যার ফলে বিদেশি শিক্ষার খরচ অনেক কম হয়। এমন অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষার খরচ এত কম, যে মনে হবে বিখরচায় পড়াশোনা চলছে।