images

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি: দুই পক্ষের মুক্ত আরও ৫৯, বাড়তে পারে মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৩, ১০:১৯ এএম

images

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলের সম্মতিতে যুদ্ধবিরতি চলছে। চারদিনের যুদ্ধবিরতির আজ রোববার তৃতীয় দিন। শনিবার হামাস তাদের হাতে বন্দী আরও ২০ জনকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল মুক্তি দিয়েছে আরও ৩৯ জন ফিলিস্তিনিকে। মিশর ও যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে।

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে চুক্তি অনুযায়ী ২০ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এদের মধ্যে ১৩ জন ইসরাইলি ও ৭ জন বিদেশি নাগরিক। হামাসের সশস্ত্র শাখা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

শনিবার (২৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ১১ টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা ১৩ ইসরায়েলি বন্দী এবং সাতজন বিদেশি নাগরিককে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন: কাউকে আঘাত করেনি হামাস, মুক্তি পাওয়া ইসরায়েলিরা সবাই সুস্থ

এছাড়াও বন্দীদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘১৩ ইসরায়েলি ও বেশ কয়েকজন বিদেশি নাগরিক এখন গাজায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে রয়েছেন।’ 
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রেডক্রস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিম্মিরা বর্তমানে রাফাহ ক্রসিং থেকে মিশরের দিকে যাচ্ছে।’
 
হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া বিদেশি নাগরিকদের সংখ্যা নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক এক্স পোস্টে লিখেছেন, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের কাছে ১৩ জন ইসরায়েলি ও চারজন বিদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনিরা নিরাপত্তা না পেলে ইসরায়েলও নিরাপদ হবে না: ডেভিড ক্যামেরন

অন্যদিকে, হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা ১৩ ইসরায়েলি বন্দী এবং সাতজন বিদেশি নাগরিককে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী কারাগারে বন্দী আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ। শনিবার ( ২৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। এর দুই ঘণ্টা আগে ২০ জনকে মুক্তি দেয় হামাস।