লাইফস্টাইল ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২০ পিএম
ত্বকের সৌন্দর্য নষ্ট করে বলিরেখা। বলিরেখার ফলে মানুষকে দেখতে আরও বেশি বয়স্ক বলে মনে হয়। এই বলিরেখা দূর করার জন্য বাজারে নানা ধরনের ক্রিম বা ফেসপ্যাক পাওয়া যায়। সেগুলো ব্যবহার করলে উপকার হোক বা না হোক, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সৃষ্টি হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া। সর্বোত্তম পন্থা হলো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা।
আর এক্ষেত্রে— শসা, ডিমের সাদা অংশ বা নারকেল তেল বেশ কার্যকরী। বিশেষ প্রক্রিয়ায় এগুলো ব্যবহার করেই আপনি মুক্তি পেতে পারেন বলিরেখার সমস্যা থেকে।
শসা
> প্রথমে শসার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে।
> এরপর একটি চামচ দিয়ে শসার বীজ বের করে নিন।
> শসাটি ব্লেন্ড করে রস বের করে নিন।
> ত্বকের যে স্থানে বলিরেখা দেখা রয়েছে সেখানে লাগিয়ে নিন। এভাবে কিছুক্ষণ রেখে দিন।
> শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন নেবেন।
আপনি যদি প্রতিদিন এভাবে ব্যবহার করতে পারেন তবে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন বলিরেখা থেকে।
ডিমের সাদা অংশ
> প্রথমে একটি ডিম ভেঙে তার সাদা অংশ আলাদা করে নিতে হবে।
> এরপর সেটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ক্রিমের মতো হয়ে যায়।
> এবার সেই ক্রিম একটি কোমল ব্রাশের সাহায্যে গলায়, মুখে এবং ঘাড়ে লাগাতে হবে।
> শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে।
বলিরেখার সমস্যা খুব বেশি হলে সপ্তাহে দুইদিন এভাবে ব্যবহার করবেন। আর যদি সমস্যা অল্প থাকে তাহলে একদিন ব্যবহার করলেই যথেষ্ট।
নারিকেল তেল
> এক চা চামচ অরগানিক নারিকেল তেল নিয়ে চোখের চারপাশে, গলায় ও ঠোঁটের চারপাশে ভালোভাবে ম্যাসাজ করতে হবে।
> এভাবে রেখে দেবেন সারারাত।
> এরপর সকালে উঠে কোমল কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন।
> প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিট এভাবে ম্যাসাজ করবেন। এতে দ্রুতই মুক্তি পাবেন বলিরেখা থেকে।
এএ