নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৩, ০২:৪৬ এএম
Failed to load the video
দেশে প্রতি বছরই কম-বেশি গরম পড়ে। তবে এবারের গরমের অস্বস্তি বেশি বলে মনে করছেন সাধারণ মানুষ। এত গরম আগে কখনও অনুভব করেননি বলেও মন্তব্য কারও কারও। অস্বস্তিকর এই গরম থেকে কবে মুক্তি মিলবে সেই প্রতীক্ষায় দেশবাসী।
আবহাওয়াবিদরা বলছেন, এবারের গরম বেশি অস্বস্তিকর মনে হওয়ার প্রধান কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। এছাড়া বর্ষার আগের এই সময়টিতে সাধারণত যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা সেটা এবার হচ্ছে না। বৃষ্টির পরিমাণ বাড়লে গরমের মাত্রা কমে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদফতর খুব শিগগির এই অস্বস্তিকর গরম থেকে মুক্তির কোনো পূর্বাভাস দিচ্ছে না। সংস্থাটি বলছে আরও কয়েক দিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরমে ভুগতে হবে দেশবাসীকে। বর্ষাকাল আসন্ন। বৃষ্টিপাত শুরু হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে আসবে। তখন গরম স্বাভাবিক হয়ে যাবে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এই সময়ে সূর্য কিরণ সরাসরি আমাদের ভূখণ্ডের ওপর পড়ে। তাই পর্যাপ্ত বৃষ্টি না হলে তাপপ্রবাহ শুরু হয়। জুন মাসে ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হওয়া স্বাভাবিক। কিন্তু এখনো মৌসুমি বায়ু (বর্ষা) আসেনি। মৌসুমি বায়ু বৃষ্টি নিয়ে আসে আর বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে যায়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই মৌসুমি বায়ুর আসার কথা। কিন্তু এখন বলা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে দেশের উপকূলে আসবে এটি। সারাদেশে এই বায়ুর বিস্তার লাভ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। সেই হিসাবে জুনের তৃতীয় সপ্তাহ নাগাদ সারাদেশে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। তবে তার আগে ১০ জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হবে। এতে কমে আসবে তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, জুন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৮ জুন) দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে গতকাল থেকে কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে শুরু করেছে। বৃষ্টিও হয়েছে কিছু কিছু জায়গায়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ও অন্যান্য বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। আর আগামী শনিবার থেকে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এতে বৃষ্টি বাড়বে, তাপমাত্রাও কমবে।
দেশের বিভিন্ন স্থানে গত ২৮ মে থেকে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। বুধবার পর্যন্ত টানা ১১ দিন বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরমের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া অসহনীয় মাত্রার লোডশেডিংয়ের কারণে এবারের গরম দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে।
জেবি