images

রাজনীতি

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

images

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। 

এদিকে অবরোধ শুরুর আগে, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এসব বাসে আগুন দেওয়া হয়েছে।