নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
কানাডার ব্যস্ত প্রবাস জীবনের এই সময়টা একটু ভিন্ন ধরনের। গাছের পাতাগুলো ঝরে হলুদ রঙ ধারণ করছে। সম্পূর্ণ নাতিশীতোষ্ণ। না শীত, না গরম। ছোট ছোট শিশু-কিশোরদের অনেককেই ঘরে থাকতে দেখা যায়।
ঋতু বৈচিত্র্যের এই সময়টাতে ছুটির দিনগুলোতে অনেকেই আবার পরিবার-পরিজন নিয়ে বের হয়ে যান প্রকৃতি অবলোকনে। আবার অনেককে দেখা যায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য গ্রোসারি বাজারে।
ক্যালগেরির বাংলাদেশি দোকানগুলোতে শনি বা রোববার একটু বেশি ভিড় দেখা যায়। গ্রোসারি দোকানের মালিকেরাও অপেক্ষায় থাকেন শনি বা রোববারের জন্য। কারণ এ দুটি দিনই বেশি ক্রেতার সমাগম ঘটে।