images

ইসলাম

ফিলিস্তিন নিয়ে কোরআন-হাদিসের অমূল্য বাণী

০৮ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম

images

ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদে আকসা ও সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক উচ্চ। এ বিষয়ে কোনো মাজহাবের এমনকি কোনো আলেমেরও দ্বিমত নেই। এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়; বরং সব মুসলিমের ওপর ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের গুরুত্ব ও মর্যাদা নিয়ে অনেক বর্ণনা রয়েছে। নিচে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো। 

১. ইসরা ও মিরাজের ভূমি
আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল-মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাইল: ১)

জেরুজালেম হলো ইসরা বা রাসুলুল্লাহ (স.)-এর রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন। ফিলিস্তিন যদি মুসলমানদের জন্য গুরুত্বহীন হত, তাহলে আল্লাহ তার প্রিয়নবীকে মক্কা থেকেই সরাসরি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করাতেন।