ধর্ম ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
শুরু হয়েছে চন্দ্রবর্ষের সপ্তম মাস রজব। এই মাস পবিত্র রমজানের আগমনী বার্তা। রমজানের কাউন্টডাউন শুরু হয় এই মাস থেকে। এজন্য ইসলামে এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তায়ালা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেই ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাসের অন্যতম রজব মাস। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে।
আরও পড়ুন - রজব মাসের গুরুত্ব ও ফজিলত
প্রিয়নবী (স.) রজব মাসে বায়তুল মুকাদ্দাস থেকে আকাশপথে মেরাজে গমন করেছিলেন। এটি নবীজির জীবনে সবচেয়ে বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা।errhyjg
প্রিয়নবী (স.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং পুরো রজব মাসজুড়ে বরকতের দোয়া পড়তেন। রমজানের ইবাদতের প্রস্তুতি হিসেবে এবং নবীজির উম্মত হিসেবে আমাদেরও রজব মাসে দোয়াটি বেশি বেশি পাঠ করা সুন্নত ও বাঞ্ছনীয়।
আরও পড়ুন
রজব মাসের সেই প্রসিদ্ধ দোয়াটি হলো- اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ ‘আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রমাদান।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) রজব মাস শুরু হলে এই দোয়া পড়তেন। (নাসায়ি: ৬৫৯; মুসনাদে আহমাদ: ২৩৪৬, আল-মুজামুল আওসাত: ৩৯৩৯)
জেবি