images

স্পোর্টস / টেনিস

ইতিহাস গড়ে উম্বলডনের নতুন রানি ভন্দ্রুসোভা

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

images

সেমিফাইনালে ইউক্রেনের সভিতোলিনাকে হারিয়ে ফাইনালে উঠেই ইতিহাস গড়েন ভন্দ্রুসোভা। তাঁর আগে অবাছাই নারী খেলোযাড় হিসেবে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। ১৯৬৩ সালে ফাইনালে উঠেও অবশ্য ভেনাস রোজওয়াটার ডিশটা হাতে নিতে পারেননি যুক্তরাষ্ট্রের বিলি জিন কিং।