স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ এএম
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই শুরু করেছে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের অভিযান। বাছাইপর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডরের বিপক্ষে। ঘরের মাঠ ব্যুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে ফুটবল জাদুকর মেসির গোলে জয় নিশ্চিতের পর, রাতে বলিভিয়ার শহর লা পাজে স্বাগতিকদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। যেখানে মেসিবিহীন আর্জেন্টিনা বলিভিয়ার জালে ৩-০ গোলের উৎসবে জিতেছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার লা পাজে এদিন শুরু থেকেই বলের দখলে ছিল সফরকারীরা। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই লিড আর্জেন্টিনার। অ্যাঞ্জোলো ডি মারিয়ার পাসে পূর্ণতা দেন কাতার বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কার পাওয়া এনজো ফার্নান্দেজ। এদিকে প্রথমার্ধের শেষের দিকে ৩৯ মিনিটে বলিভিয়ার জন্য মরার উপর খারার ঘা হয়ে আসে রবার্তো ফার্নান্দেজের লাল কার্ড। ক্রিস্টিয়ান রোমেরোকে ট্যাকল করে লাল কার্ড দেখেন রবার্তো ফের্নান্দেস।
এতে বিরতির আগে ১০ জনের দলে পরিনীতি হয় স্বাগতিকরা। আর সেই সুযোগ কাজে নেই সফরকারীরা। ম্যাচের ৪২ মিনিটে ডি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুন করেন নিকোলাস তাগলিয়াফিকো। প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা না পেলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
বিরতি থেকে এসেও আধিপত্য বজায় রাখে আলবিসেলেস্তেদের। তবে দ্বিতীয়ার্ধে আকাশি সাদারা খেলেছে অনেকটা রয়ে সয়ে। বোনাস হিসেবে পেয়েছে আরও একটি গোল। ম্যাচের ৮২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান নিকোলাস গঞ্জালেস। শেষ পর্যন্ত আর গোলের দেখা না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির আর্জেন্টিনা। এদিকে এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ২ ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আলবিসেলেস্তে।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা খেলেছে ৬ ম্যাচ। যেখানে শতভাগ সাফল্য স্কালোনি শীষ্যদের। প্রতিপক্ষের জালে দিয়েছেন ১৭ গোল, বিপরীতে কনসিড করেনি একটিও।