images

স্পোর্টস / ক্রিকেট

অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পিএম

images

ওয়ানডে বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকার দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সেই সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না তিনি। তবে অধিনায়কত্ব নিয়ে দেশসেরা এই ক্রিকেটারের ভাবনার পরিবর্তন হয়েছে।

বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, ‘এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

এদিকে চোটের কারণে বিশ্বকাপের পর এখনো মাঠে ফিরেননি সাকিব। সুস্থ হয়ে এবং নির্বাচন শেষ করে আগামী বিপিএল দিয়েই তিনি আবার মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন কদিন আগে। তবে মাঠে ফিরলেও তিনি অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না তা নিয়ে সমর্থকদের মাঝে আছে আগ্রহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ২৪৫

অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না এমন প্রশ্নের উত্তর এক অনুষ্ঠানে দিয়েছেন সাকিব। সাকিব বলেন, ‘আসলে এটা সময়ই বলে দেবে। আমি তো বিশ্বকাপের আগে বলেই গিয়েছিলাম (বিশ্বকাপের পর অধিনায়কত্ব করবেন না)। যে কয়দিন খেলব, স্বাধীনভাবে যেন খেলতে পারি। দায়িত্ব তো অনেক নিয়েছি। এখন উপভোগ করতে চাই।

elonmusk

তিনি আরও বলেন, ‘আর এখন একটা সিরিজ চলছে। বাংলাদেশ দলকে শুভকামনা। আগামীকাল (আজ) তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড সিরিজের পর সংসদ নির্বাচন।’ এরপরই অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন সাকিব।