images

স্পোর্টস / ক্রিকেট

টাইগারদের আক্ষেপের দিনে শরিফুলের দুর্দান্ত প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

images

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয়টি পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সামনে সুযোগ ছিল কিউইদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার। তবে এ লক্ষ্যে খেলতে নেমে সফল হতে পারেনি লাল-সবুজের দল। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার-নাজমুল শান্তরা। কিউই বোলারদের তোপে ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে শান্তর দল সংগ্রহ করে ১১০ রান।

পরে লক্ষ্য তাড়া করতে নেমে শরিফুল ইসলাম-শেখ মেহেদীর জোড়া আঘাতে ম্যাচে ফিরেছিল সফরকারীরা। তবে ষষ্ঠ উইকেটে মিচেল স্যান্টনার এবং জেমস নিশামের জুটিতে নিয়ন্ত্রণ ফিরে পায় স্বাগতিকরা। এ দুজন মিলে দলকে নিয়ে যান জয়ের খুব নিকটে। এরপরই বে ওভালে নামে বেরসিক বৃষ্টি। বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি আইনে ১৭ হেরেছে বাংলাদেশ। ফলে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শেষ হল ১-১ সমতায়।