স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডানেডিনে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। বেশ কয়েকবার বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ থাকার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ত্রিশ ওভারে। আর নির্ধারিত ত্রিশ ওভারে অধিনায়ক টম ল্যাথামের ৯২ এবং উইল ইয়াংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে কিউইরা গড়ে ৭ উইকেটে ২৩৯ রানের সংগ্রহ। এদিকে বৃষ্টি আইনে জিততে হলে টাইগারদের করতে হবে ২৪৫ রান। এ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ডাক মেরে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। এরপর দ্রুতই আউট হয়েছেন অধিনায়ক শান্তও।
২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যাট হাতে আজ উদ্বোধনী জুটিতে নেমেছিলেন এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার। তবে অ্যাডাম মিলনের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানেই আজ সাজঘরে ফিরেছেন সৌম্য। এরপর ক্রিজে বিজয়ের সঙ্গী হন শান্ত।