images

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনের দামে শিক্ষার্থীদের ল্যাপটপ দিচ্ছে এই কোম্পানি ল্যাপটপ ল্য

২৫ জুলাই ২০২৩, ১০:১৬ এএম

images

বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সস্তায় ল্যাপটপ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে  ভারতের আম্বানির রিলায়েন্স জিও। এজন্য ল্যাপটপ উৎপাদনে নেমেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন একটি টিজার প্রকাশ করে। সেখানেই ফাঁস হয় এই ল্যাপটপ লঞ্চের তারিখ।

জানা গিয়েছে, ৩১ জুলাই বাজারে আসবে জিও বুক ল্যাপটপ। বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে এই ল্যাপটপ নিয়ে। তবে এটি কবে লঞ্চ হবে সেই নিয়ে অফিশিয়াল কোনও তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। গত বছর অক্টোবর মাসে জিও বুক লঞ্চ করে রিলায়েন্স। মনে করা হচ্ছে আসন্ন ল্যাপটপটি এই জিও বুকের আপডেটেড ভার্সন হতে পারে।