০৮ অক্টোবর ২০২৩, ০১:৩০ পিএম
পৃথিবীর শীর্ষ তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান গুগল নতুন স্মার্টওয়াচ এনেছে। নাম গুগল পিক্সেল ওয়াচ টু। এই ওয়াচের দাম বেশ চড়া। তবে লঞ্চিং অফারে এই ঘড়ির উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। আপনি যদি পিক্সেল এইট ফোনটি কেনেন তাহলে স্মার্টওয়াচটি ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন।
এর আগের প্রজন্ম অর্থাৎ প্রথম পিক্সেল ঘড়িতে ব্যাপক সাড়া পেয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। গুগল পিক্সেল এইট সিরিজের সঙ্গেই এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে। সেই সঙ্গেই আবার নিয়ে আসা হয়েছে একটি ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম পিক্সেল বাডস প্রো।