সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

বাজাজ পালসার এন১৫০ কত মাইলেজ দেয়?

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

বাজাজ পালসার এন১৫০ কত মাইলেজ দেয়?

বাজাজের জনপ্রিয় সিরিজ পালসার। এই সিরিজের মোটরসাইকেলের কাটতে বেশি। তাইতো বাজাজ একের পর এক পালসার বাইক বাজারে আনছে। যতগুলো মডেলের পালসার আছে তার মধ্যে সাম্প্রতিক মডেল এন১৫০। 

এই বাইকে রয়েছে ১৪ লিটার ফুয়েল ট্যাংক। এই সেগমেন্টে খুব কম বাইকেই এমন ফুয়েল ট্যাংক পাওয়া যায়। এর মাইলেজ ৪৮.৫ কিলোমিটার। অর্থাৎ ১ লিটার জ্বালানি পালসার এন১৫০ ৪৮.৫ কিলোমিটার পথ চলতে পারে। ফুল ট্যাংক করলে ৬৭৯ কিলোমিটার যাওয়া যাবে। 


বিজ্ঞাপন


হাই স্পিড স্টাইলিশ বাইক পালসার এন১৫০। বাজাজের এই মোটরসাইকেল সর্বোচ্চ ১৪.৩ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার প্রতিঘন্টা।

নতুন পালসারের সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। যা খানাখন্দ থেকে বাঁচাতে এবং ভালো রাইডিং অভিজ্ঞতা দিতে সাহায্য করবে। বাইকের সামনে রয়েছে ১৭ ইঞ্চি টায়ার। পাবেন স্টাইলিশ অ্যালয় হুইল এবং এলইডি লাইট ও টার্ন ইন্ডিকেটর।

বাজাজের এই বাইকে দুইটি কালার অপশন পাবেন। হুইলবেস রয়েছে ১৩৫২ মিলিমিটার। 

পালসার এন১৫০ মডেলের বাইকে ১৪৯.৬৮ সিসির ইঞ্জিন দিয়েছে পালসার। এই ইঞ্জিন ১৪.৫ পিএস শক্তি তৈরি করতে পারে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে ইউএসবি চার্জিং সুবিধা। এছাড়াও এতে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। বাইকের সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিলিমিটার।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর