শনিবার, ২ আগস্ট, ২০২৫, ঢাকা

ঢাকা মেইল

হিরোর বহুল বিক্রিত গ্ল্যামার এলো নতুন ভার্সনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

হিরোর বহুল বিক্রিত গ্ল্যামার এলো নতুন ভার্সনে

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 


বিজ্ঞাপন


hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।


বিজ্ঞাপন


এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

হিরো মোটর করপোরেশনের বহুল বিক্রিত মডেল গ্ল্যামার। দেড় দশক ধরে বাইকটি আলোচনায় আছে। কয়েক বছর আগে গ্ল্যামারের ইঞ্জিনে বাজারে এসেছিল ইগনিটর। এবার এই মডেলের নতুন ভার্সন হলো। মডেল গ্ল্যামার এক্স-টেক। এতে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। দেয়া হয়েছে চোখ জুড়ানো গ্রাফিক্স।  

হিরো গ্লামার এক্স-টেক মডেলের ইঞ্জিন অনেকেটাই রিফাইন। এতে রয়েছে ১২৫ সিসির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এই ইঞ্জিন ১০.৭ বিএইচপি শক্তি ও ১০.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

hero bikeড্রাম ও টিউবলেস টায়ার ভেরিয়েন্টে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। হিরো দাবি করছে গ্ল্যামারের এক্স-টেক মডেল ৪৫ কিলোমিটার মাইলেজ দেবে। যা কমিউটার হিসেবে যথেষ্ট। 

হিরো গ্ল্যামারে ৪ স্পিড গিয়ার বক্স ছিল। নতুন ভার্সনে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। যা মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সংযোজন করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে এতে দেয়া হয়েছে, ক্লক, পাস লাইট, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো
ওয়েল ইন্ডিকেটর এবং আই৩ এস প্রযুক্তি। 

ভারতে গ্ল্যামার এক্স-টেকের ড্রাম ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ৮১ হাজার ৩২০ রুপিতে।

এজেড   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর