শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় একরাতে সিঁধ কেটে ১০ বাড়িতে চুরি, জনমনে আতঙ্ক

কুমিল্লায় একরাতে সিঁধ কেটে ১০ বাড়িতে চুরি, জনমনে আতঙ্ক কুমিল্লায় একরাত

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:০০ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় একরাতে সিঁধ কেটে ১০ বাড়িতে চুরি, জনমনে আতঙ্ক কুমিল্লায় একরাত

কুমিল্লার দেবিদ্বারে এক রাতে অন্তত ১০টি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাখাল নাহার বাড়ি, মাস্টার বাড়ি ও বারৈপাড়ায় এসব চুরির ঘটনা ঘটে।

একই সঙ্গে ১০টি বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্থ লোকজন ও স্থানীয়রা জানান, সংঘবদ্ধ চোর চক্র হোসেনপুর গ্রামের অসিত চন্দ্র ধর, সজিব চন্দ্র ধর, মুক্তিযোদ্ধা রাখাল নাহা, যাদব কর, রতন দাস, রোজিনা আক্তার, জোসনা রানী দাসের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে। এসময় চোরচক্রটি ঘরে ঢুকে নগদ টাকা-পয়সা, দামি পোশাক, আসবাব ও কাগজপত্র নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ অসিত চন্দ্র দাস, ঝরনা রানী দত্ত, জোসনা রানী দাস বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সিঁধ কেটে ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, গ্যাসের সিলিন্ডার, চাউল এমন কি ঠাকুর ঘরের সামান্য প্রণামীর টাকাও নিয়ে গেছে সিঁধেল চোরেরা।

তাদের দাবি প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্র। তারা আরও বলেন, রাতে একই কৌশলে পুরো গ্রামে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই ক্ষুদ্র কৃষক ও পানচাষী।

এ বিষয়ে জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যন মো. জাহিদ আলম বলেন, হোসেনপুর গ্রামের ৮-১০টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় মেম্বার জয়নাল আবেদিনের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া বলেন, সিঁধ কেটে চুরির ঘটনা পরিদর্শনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। চুরি রোধে এলাকায় টহল আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর