রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

নির্বাচনী জনসভা

‘নৌকা নয়, আমরা মাঝির বিরুদ্ধে’

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপকমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেছেন, 'নৌকা নয়, আমরা মাঝির বিরুদ্ধে'। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা ডাকবাংলা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনী জনসভায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বর্তমান সাংসদ মোতাহার হোসেনের সমালোচনা করতে গিয়ে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আপনি নৌকার মাঝি ২০ বছর ছিলেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন নৌকা চালাতে। আমরা নৌকার বিরুদ্ধে নই, আমরা মাঝির বিরুদ্ধে। ওই একটা গান আছে না- মন মাঝি তোর বৈঠা নে রে, আমি আর বাইতে পারলাম না। তেমনি আপনি বিদায় হন, বৈঠা ছাড়েন, বৈঠা সঠিক মানুষকে দেন, নৌকাটা আমরা সঠিকভাবে চালাবো। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করার অবাধ সুযোগ করে দিয়েছেন।’


বিজ্ঞাপন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ মার্কা ঈগল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী জনসভা করেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী, রূপালী ও কর্মসংস্থান ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। হাতীবান্ধা ডাকবাংলা মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু। 

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান প্রধান আরও বলেন, আমরা দুটো মানুষ নির্বাচন করছি, দু'জনেই আমরা আওয়ামী লীগের লোক। অথচ আপনি কি করে আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করতে পারেন - আমার মাথায় আসে না। সাংসদ মোতাহার হোসেনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সমালোচনা করে আতাউর বলেন, আমি শিক্ষানুরাগী মানুষ। নিজ উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ করেছি। সেখানে যথাযথ যোগ্যদের সভাপতি বানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য- মোতাহার হোসেন তার পুত্রকে হাতীবান্ধা উপজেলার প্রায় পঁচিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করেছেন। এত লোক থাকতে তিনি নিজের ছেলেকে বানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সবকিছুর সীমা লঙ্ঘন করার কারণে আপনার অধঃপতন শুরু হয়েছে।

নিজের জীবন ঝুঁকিতে আছে উল্লেখ করে তিনি বলেন, যে জনগণের জন্য আমি মাঠে নেমেছি, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি সেই জনগণের জন্য মাঠে থাকবো।

জনসভায় উপস্থিত কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আতাউর রহমান। এ সময় দুই উপজেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন তিনি


বিজ্ঞাপন


জনসভায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি এম জি মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মেহেদী অপণ, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সিন্ধুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ আরও অনেকে।

জনসভায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিগত চারবারের সংসদ সদস্য মোতাহার হোসেন। এই আসনে মোতাহার-আতাউরের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এমইউ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর