শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সৌদি ব্যবসায়ীদের আরও বেশি মানবসম্পদ নিতে আহ্বান ডিসিসিআই’র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

সৌদি ব্যবসায়ীদের আরও বেশি মানবসম্পদ নিতে আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশ থেকে আরও বেশি মানবসম্পদ নিতে সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ বিষয়ে ডিসিসিআই’র সাথে আল মদিনা আল মনোয়ারা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র  মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভা সম্প্রতি মদিনা চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্যের বেসরকারি খাতের একটি বাণিজ্য প্রতিনিধিদল এখন সৌদি আরব সফরে রয়েছেন।

ডিসিসিআই সভাপতি সামীর সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরবে বিভিন্ন খাতে কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ৩০ শতাংশ সৌদি আরব হতে আসে। ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় সৌদি সরকার বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বাংলাদেশ হতে বিশেষ করে লজিস্টিক, অবকাঠামো, তথ্য-প্রযুক্তি ও আউটোর্সিং প্রভৃতি খাতে আরও বেশি হারে দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য মদিনা চেম্বারের উদ্যোক্তাসহ সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে তিনি জানান, বাংলাদেশের স্বাস্থ্য সেবা, পর্যটনসহ অন্যান্য সামাজিক সেবা খাতে সৌদি উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন।


বিজ্ঞাপন


সৌদি ব্যবসায়ীদের আরও বেশি মানবসম্পদ নিতে আহ্বান ডিসিসিআই’র

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর