বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু বাড়ি আছে যেগুলোর নির্মাণ খরচ আকাশচুম্বী। এসব বাড়িতে যারা থাকেন তারা হয় ক্ষমতাশালী না হয় বিত্তশালী।
নিজের নামে দুই কামরার একটা ফ্ল্যাট হলেই মধ্যবিত্ত খুশি। সেই ঘরকে মনের মতো সাজিয়ে নিতে পারলেই যেন স্বপ্নপূরণ হয়। কিন্তু অর্থনৈতিক কারণে নিজের বাড়ির সৌভাগ্যই সকলের হয় না, ঘর সাজানো তো দূরের কথা। আবার এই সমাজেই এমন কিছু মানুষ আছে যাঁদের বাড়ি ঘর বৈভবতার সীমাকেও লঙ্ঘন করে। সেসব বাড়ির সাজসজ্জা দেখে যেমন বিস্ময় জাগে তেমনই আঁতকে উঠতে হয় তার দাম শুনে।