বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ঢাকা

গাজায় ফিলিস্তিনিদের

‘গাজায় অন্তত ২১২ ইসরায়েলি বন্দী আছে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

‘গাজায় অন্তত ২১২ ইসরায়েলি বন্দী আছে’

গাজায় ফিলিস্তিনিদের হাতে অন্তত ২১২ ইসরায়েলি নাগরিক বন্দী আছে। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য দিয়েছে।

তাদের সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজার অভ্যন্তরে হামাস অন্তত ২১২ জন ইসরায়েলিকে বন্দী করে রেখেছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে, যার মধ্যে হামাসের রকেট বাহিনীর উপপ্রধানও রয়েছে।

এদিকে হামাস আজ বলেছে যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের একটি ট্যাঙ্ক লেবাননের সঙ্গে থাকা উত্তর সীমান্তের কাছে বিতর্কিত শেবা ফার্মে একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল।

একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের সেনাবাহিনী হামলার উৎস লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


সূত্র : আল-জাজিরা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর