সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

যেসব রোগ থাকলে পালং শাক না খাওয়াই ভালো

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

যেসব রোগ থাকলে পালং শাক না খাওয়াই ভালো

শীতকালে খাদ্যতালিকায় হরেক পদের শাক-সবজির দেখা মেলে। এসময় যে শাকগুলো বেশি পাওয়া যায় তার মধ্যে পালং অন্যতম। একে সুপারফুড বলা হয়। তার যথেষ্ট কারণও আছে। পালং শাকের পুষ্টিগুণ অনেক। তার মানে এই নয় যে আপনি যখন ইচ্ছে কিংবা যতটুকু পরিমাণ ইচ্ছে এই শাক খেতে পারেন। 

শুধু তাই নয়, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে হাড় মজবুত করতেও পালংশাক খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে এটি সব দিক থেকে স্বাস্থ্যকর, এর মানে এই নয় যে আপনি যখনই ইচ্ছে এবং যত খুশি পরিমাণে খেতে পারেন এই শাকটি।

spinach1

দিনে দুই থেকে তিনবার পালং শাক খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বিশেষজ্ঞদের মতে, উপকারি হলেও এই শাক অতিরিক্ত খেলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত পরিমাণে পালং শাক খেলে কী হয় এবং কোন কোন রোগ থাকলে এই শাক এড়িয়ে চলা ভালো- 

ডায়রিয়া 

মেডিসিননেট ডটকমের তথ্য অনুযায়ী, পালংশাক বেশি খেলে ডায়রিয়া হতে পারে। এই শাকে থাকা ফাইবার হজম হতে সময় নেয়।

ফলে গ্যাস থেকে শুরু করে নানা গুরুতর সমস্যা দেখা দেয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর