কলাচাষেও পিছিয়ে নেই রাজশাহী। জেলার হাটগুলো থেকে কলা সরবরাহ হয়ে আসছে সারাদেশে। শুধুমাত্র পুঠিয়া উপজেলায় এক গ্রামের হাটে মাসে প্রায় ৮ কোটি টাকার কলা বেচাকেনা হয়। তবে দফায় দফায় হরতাল-অবরোধের কারণে বর্তমানে মুখ থুবড়ে পড়েছে এ হাটের বাণিজ্য। চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন কলাচাষি ও ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ বছরের ব্যবধানে রাজশাহীতে কলাচাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি মৌসুমে জেলায় কলাবাগানের পরিমাণ ২ হাজার ৩৪৫ হেক্টর। কলার সবচেয়ে বড় হাট পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া বাজার। তবে নজর কাড়ছে অজপাড়াগায়ের মোল্লাপাড়া হাটও। প্রতি রোববার ও বৃহস্পতিবার সকালে এ হাট বসে। শুধুমাত্র কলা বেচাকেনায় দেশজুড়ে ছড়িয়েছে এ হাটের নাম। কলা কিনতে মোল্লাপাড়া হাটে আসেন রংপুর, দিনাজপুর, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট ও পাবনাসহ দেশের বিভিন্ন জেলার বড় বড় ব্যবসায়ীরা।