মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কুমিল্লা ও চট্টগ্রামে। এতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান-দোকানপাট পুড়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রবিবার দিবাগত রাত ১২টা থেকে দুইটার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি জানান, রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। কাঠ-বাঁশের অবকাঠামো থাকায় অল্প সময়ের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে।