সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

Esse vitae qui est qui vero Nam excepteur nulla itaque cupid

Adipisci eligendi accusantium eligendi est cillum accusantium deserunt

Rebekah Hodges
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

আজ নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়েছিল স্বাগতিকরাও, তবে মিচেল স্যান্টনার-জেম নিশাম জুটিতে ম্যাচে ফিরে ব্ল্যাকক্যাপসরা।

স্যান্টনার-নিশাম জুটিতেই জয়ের খুব নিকটে পৌছেছিল কিউইরা। দ্রুত ৫ উইকেট হারালেও এ দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ১৪.৪ ওভারে ৯৫ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫ উইকেট হাতে রেখে ৩২ বলে যখন আর ১৬ রান প্রয়োজন স্বাগতিকদের তখনই বে ওভালে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পরে এই বৃষ্টি আইনেই ১৭ রানে জিতে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড।


বিজ্ঞাপন


আজ নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়েছিল স্বাগতিকরাও, তবে মিচেল স্যান্টনার-জেম নিশাম জুটিতে ম্যাচে ফিরে ব্ল্যাকক্যাপসরা।

স্যান্টনার-নিশাম জুটিতেই জয়ের খুব নিকটে পৌছেছিল কিউইরা। দ্রুত ৫ উইকেট হারালেও এ দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ১৪.৪ ওভারে ৯৫ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫ উইকেট হাতে রেখে ৩২ বলে যখন আর ১৬ রান প্রয়োজন স্বাগতিকদের তখনই বে ওভালে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পরে এই বৃষ্টি আইনেই ১৭ রানে জিতে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড।


বিজ্ঞাপন


আজ নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়েছিল স্বাগতিকরাও, তবে মিচেল স্যান্টনার-জেম নিশাম জুটিতে ম্যাচে ফিরে ব্ল্যাকক্যাপসরা।

স্যান্টনার-নিশাম জুটিতেই জয়ের খুব নিকটে পৌছেছিল কিউইরা। দ্রুত ৫ উইকেট হারালেও এ দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ১৪.৪ ওভারে ৯৫ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫ উইকেট হাতে রেখে ৩২ বলে যখন আর ১৬ রান প্রয়োজন স্বাগতিকদের তখনই বে ওভালে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পরে এই বৃষ্টি আইনেই ১৭ রানে জিতে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড।

আজ নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়েছিল স্বাগতিকরাও, তবে মিচেল স্যান্টনার-জেম নিশাম জুটিতে ম্যাচে ফিরে ব্ল্যাকক্যাপসরা।

স্যান্টনার-নিশাম জুটিতেই জয়ের খুব নিকটে পৌছেছিল কিউইরা। দ্রুত ৫ উইকেট হারালেও এ দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ১৪.৪ ওভারে ৯৫ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫ উইকেট হাতে রেখে ৩২ বলে যখন আর ১৬ রান প্রয়োজন স্বাগতিকদের তখনই বে ওভালে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পরে এই বৃষ্টি আইনেই ১৭ রানে জিতে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর