বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানইউকে হারাল আর্সেনাল

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানইউকে হারাল আর্সেনাল

গ্রীষ্মকালীন দলবদল শেষে মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগের লড়াই। ম্যাচের উত্তাপ পয়েন্ট টেবিলের ছক যেনো এখন থেকেই শুরু হয়েগেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের আগের ম্যাচে পিছিয়ে পরেও ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু গতকাল  তাদের কাছে পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তন করে আর্সেনাল। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানইউকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। 

এদিন ম্যাচে প্রথম লিডটা নিয়ে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৭ মিনিটে এমিরেটস স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার রাশফোর্ড। তবে লিডটা ধরে রেখেছিল মাত্র এক মিনিট। ম্যাচের ২৮তম মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান গানারদের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। 


বিজ্ঞাপন


ফলে প্রথমার্ধে ১-১ সমতাতেই শেষ হয় দুই দলের খেলা। বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে দুই দলই বেশকিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি। দুই দলই পেনাল্টির আবেদন করেছিল ম্যাচে। তবে দুইবারই ভিএআরের মাধ্যমে পেনাল্টির আবেদন বাতিল হয়ে যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর