বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেসি যোগ দেওয়ার আগে ইন্টার মিয়ামির গত কয়েক মাসের অবস্থা ছিল

আর্জেন্টাইনের গোলে জিতল মেসির মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

মেসি যোগ দেওয়ার আগে ইন্টার মিয়ামির গত কয়েক মাসের অবস্থা ছিল খুবই বাজে। ঘুরপাক খাচ্ছিল টানা পরাজয়ের বৃত্তে। অবশেষে মেসি যোগ দেওয়ার পর থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্লোরিডার প্রতিনিধিরা। সব ধরনের প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়ে একের পর এক জয় তুলে নেওয়া শুরু করে। এই জয়ের অভ্যাসের ওপর ভিত্তি করে এবার মেসিকে ছাড়াই বাজিমাত করেছে ইন্টার মিয়ামি। কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের স্বস্তির জয় তুলে নিয়েছে জেরার্ডো টাটা মার্টিনোর শিষ্যরা।

 


বিজ্ঞাপন


জিতলেও ঘরের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি। হাঙ্গেরিয়ান স্ট্রাইকার কাম উইঙ্গার ড্যানিয়েল সাল্লোইয়ের কল্যাণে ম্যাচের নবম মিনিটে লিড নেয় কানসাস। ২৫ মিনিটে স্পট কিক থেকে ইন্টার মিয়ামিকে ম্যাচে ফেরান লিওনার্দো কম্পানা।

 

 

প্রথমার্ধের শেষ মিনিটে ইকুয়েডরের এই স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় ইন্টার মিয়ামি। বিরতি থেকে ফেরার ১৫ মিনিটের মাথায় স্বাগতিকদের হয়ে স্কোরশিটে নাম লেখান আর্জেন্টিনার উইঙ্গার ফাকুন্দো ফারিয়াস। মেসি না থাকার দিনে ইন্টার মিয়ামির জয়ে এই তরুণ ফুটবলার আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করেন।


বিজ্ঞাপন


  • নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে কানসাস সিটির হয়ে ব্যবধান কমান অ্যালান পুলিডো। বাকি সময়ে ম্যাচে ফেরার বেশকিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি সফরকারী দল। ফলে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির ইন্টার মিয়ামি। 

এই জয়ে টানা ১২ ম্যাচে হারের মুখ দেখেনি মিয়ামি। এরমধ্যে অবশ্য গোলশূন্য ড্র আছে একটি। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামি জার্সিতে ৩৬ বর্ষী মেসির অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে দলটি। এদিকে মেসির অনুপস্থিতিতে শক্তিতে বেশ ভাটা পড়েছে ইন্টার মিয়ামির। যদিও সেটা মেজর লিগ সকার, এমএলএসে কানসাস সিটির বিপক্ষে ম্যাচে কোনো নেতিবাচক প্রভাবই ফেলতে পারেনি।

অন্যদিকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। খুব স্বাভাবিকভাবেই বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন লিওনেল মেসি। তাই ইন্টার মিয়ামির জার্সিতে বেশ কয়েকটা ম্যাচ খেলা হচ্ছে না এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এর মধ্যে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচও অন্তর্ভুক্ত।
img_not_found_v1



ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub