বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লা স্টেডিয়ামে ফুটবল ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা স্টেডিয়ামে ভারত-বাংলাদশ প্রীতি ফুটবল ম্যাচ'হ্যালো সুপারস্টারস’ অ্যাপের আয়োজনে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিবেশী দুই দেশের প্রাক্তন ও বর্তমান জনপ্রিয় খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

শুক্রবার  (২৭ অক্টোবর) বিকেলে  শুরু হওয়া ম্যাচটি নির্ধারিত ৬০ মিনিট গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ।


বিজ্ঞাপন


ট্রাইবেকারে বাংলাদেশের দুজন খেলোয়াড় গোল মিস করেন। অপরদিকে ভারত একাদশের চার খেলোয়াড় ট্রাইবেকারে শর্ট করেন এবং তাদের কেউ গোল মিস করেননি।

বাংলাদেশ একাদশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় কাঞ্চন এবং ডালিম দুজনে গোল মিস করেন। অপরদিকে ভারতের খেলোয়াড়রা কেউ গোল মিস না করায় ৪-২ গোলের ব্যবধানে জয় পায় ভারত একাদশ। 
ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের পর থেকে দর্শকরা আসতে শুরু করেন কুমিল্লা স্টেডিয়ামে। ধীরে ধীরে চতুর্দিকের গ্যালারী ভরে যায় ফুটবল প্রেমীদের আনাগোনায়।

হ্যালো সুপার স্টার অ্যাপের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল খেলাটি দেখতে টিকিট কাটতে হবে না। হ্যালো সুপারস্টার অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করলেই মিলেছে গ্যালারীতে প্রবেশাধিকার। রোদের ঝলক উপেক্ষা করে স্টেডিয়ামের গলারী ছিলো কানায় কানায় পূর্ণ। মাঠে এসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেছেন তারা। সমর্থন যুগিয়েছেন প্রিয় খেলোয়াড়দের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর