রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

Live

টাইগারদের আক্ষেপের দিনে শরিফুলের দুর্দান্ত প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আজ নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়েছিল স্বাগতিকরাও, তবে মিচেল স্যান্টনার-জেম নিশাম জুটিতে ম্যাচে ফিরে ব্ল্যাকক্যাপসরা।

স্যান্টনার-নিশাম জুটিতেই জয়ের খুব নিকটে পৌছেছিল কিউইরা। দ্রুত ৫ উইকেট হারালেও এ দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ১৪.৪ ওভারে ৯৫ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫ উইকেট হাতে রেখে ৩২ বলে যখন আর ১৬ রান প্রয়োজন স্বাগতিকদের তখনই বে ওভালে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পরে এই বৃষ্টি আইনেই ১৭ রানে জিতে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড।


বিজ্ঞাপন


ফলে প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সিরিজ জিততে না পারার আক্ষেপ নিয়েই সফর শেষ করল বাংলাদেশ। এদিকে দলের এমন হারের দিনে প্রাপ্তিতে ভেসেছেন শরিফুল ইসলাম। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত ম্যাচসেরা হয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বল হাতে আলো ছড়িয়েছেন এই টাইগার পেসার। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ফিন অ্যালেনের গুরুত্বপূর্ন উইকেটটি তুলে নিয়েছিলেন তিনি।

আর আজ টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ অল্প পুঁজিতেই থামলেও শেখ মেহেদীর সঙ্গে শরিফুলের দুর্দান্ত বোলিংয়েই ম্যাচে ফিরেছিল টাইগাররা। টাইগার পেসার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করে আজও তুলে নিয়েছেন ২ উইকেট। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি লাল-সবুজের দল। সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও তিন ম্যাচে ৬ উইকেট নেয়ার পুরস্কার পেয়েছেন শরিফুল। দুর্দান্ত বোলিংয়ে সিরিজসেরা হয়েছেন তিনি।

  1. বৃষ্টি আইনে হেরে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

    নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয়টি পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সামনে সুযোগ ছিল কিউইদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার। তবে এ লক্ষ্যে খেলতে নেমে সফল হতে পারেনি লাল-সবুজের দল। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার-নাজমুল শান্তরা। কিউই বোলারদের তোপে ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে শান্তর দল সংগ্রহ করে ১১০ রান।

    পরে লক্ষ্য তাড়া করতে নেমে শরিফুল ইসলাম-শেখ মেহেদীর জোড়া আঘাতে ম্যাচে ফিরেছিল সফরকারীরা। তবে ষষ্ঠ উইকেটে মিচেল স্যান্টনার এবং জেমস নিশামের জুটিতে নিয়ন্ত্রণ ফিরে পায় স্বাগতিকরা। এ দুজন মিলে দলকে নিয়ে যান জয়ের খুব নিকটে। এরপরই বে ওভালে নামে বেরসিক বৃষ্টি। বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি আইনে ১৭ হেরেছে বাংলাদেশ। ফলে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শেষ হল ১-১ সমতায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর