রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

মায়োর্কাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img
রিয়াল মাদ্রিদ vs লা লিগা

লা-লিগায় গতকাল মায়োর্কার বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা ভিনিসিয়ুস জুনিয়র এই ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরেছেন। আর ব্রাজিলিয়ান তারকার ফেরার দিনেই সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে শীর্ষ স্থান নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে খেলতে নেমে কাল মায়োর্কার বিপক্ষে ম্যাচে আধিপত্য বিস্তার করেছে রিয়ালই। তবে মায়োর্কাও বেশ কয়েকবারই গোল করার দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত বল লক্ষ্যে রাখতে পারেনি তারা। ওদিকে রিয়ালের একমাত্র গোলটি এসেছে আন্তোনিও রুডিগারের হেড থেকে।


বিজ্ঞাপন


চোট থেকে ফিরেই কাল ঝলক দেখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ২১ মিনিটেই মদরিচের কাছে থেকে পাওয়া পাসে শট নিয়েছিলেন তিনি। তবে গোল করতে পারেননি সেবার। এর মিনিট দশেক পরই আরও একবার দারুণ এক চেষ্টা নিয়েছিলেন তিনি। তবে মায়োর্কা গোলরক্ষকের কারণে লক্ষ্যভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

এদিকে ম্যাচের ৪২ মিনিটে রিয়ালকেই উল্টো গোল দিয়ে বসেছিল মায়োর্কা। কিন্তু আন্তোনিও সানচেজের করা হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর আরও একবার পোস্টে লাগায় গোল বঞ্চিত হয় মায়োর্কা।

এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে গোলখরা ভাঙেন রুডিগার। ৭৮ মিনিটে মডরিচের কর্ণার কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন জার্মান ফুটবলার। মায়োর্কা গোলরক্ষকের এটি চেয়ে দেখা আর কিছুই করার ছিল না। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর