বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে চলছে চতুর্থ রাউন্ডের খেলা। যেখানে জয় পেলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের জায়গা। গতকাল ইউএস ওপেনের বর্তমান নারী এককের চ্যাম্পিয়ন ইগা সিওনতেকের স্বপ্ন যাত্রা থেমে গিয়েছে। পোলিশ এই তারকাকে চমকে দিয়েছেন লাটভিয়ার ২০তম বাছাই জেলেনা ওস্তাপেঙ্কো।
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে লাটভিয়ান তারকা ওস্তাপেঙ্কোর বিপক্ষে কোর্টে নেমেছিলেন ইগা সিওনতেক। ম্যাচের শুরু থেকে নিজের স্বভাবসুলভ টেনিসই ভক্তদের উপহার দিয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন।
বিজ্ঞাপন
প্রথম সেট দাপটের সঙ্গে ৬-৩ গেমে জিতেন সিওনতেক। কিন্তু সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে ম্যাচে ফিরেন ওস্তাপেঙ্কো।